শিরোনাম
রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

বিএনপিতে হঠাৎ প্রাণচাঞ্চল্য

রংপুর

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

বিএনপিতে হঠাৎ প্রাণচাঞ্চল্য

নতুন কমিটি ঘোষণার পর তিন বছর ধরে বিরোধে ‘নিস্তেজ’ রংপুর জেলা ও মহানগর বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। ত্যাগী নেতা-কর্মীদের হাতে নেতৃত্ব দেওয়ায় ফের সরব হয়ে উঠেছেন তারা। নতুন কমিটি ঘোষণা করায় দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও হাবীব-উন-নবী খান সোহেলকে অভিনন্দন জানিয়ে গতকাল বিকালে নগরীতে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ জুন এমদাদুল হক ভরসা সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা এবং মোজাফফর হোসেন সভাপতি ও সামসুজ্জামান সামুকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। কিন্তু এই কমিটি দলের একাংশ মানতে পারেনি। এই অংশের নেতৃত্বে ছিলেন মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মিজু ও রইচ আহমেদ। বিএনপির একাংশ ছাড়াও তাদের পক্ষে অবস্থান নেয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের একটা বড় অংশ। তৃণমূল পর্যায়ে আলোচনা করে মামলা হামলার শিকার ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে কমিটি গঠনের দাবি করে আসছিল বিদ্রোহী পক্ষটি। তবে দলীয় কর্মসূচি পালন করা হতো পৃথকভাবে। এমনকি ১৪ মে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উপস্থিতিতে জেলা ও মহানগর কমিটির কর্মিসভায় যোগ দেনটি বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা। শুক্রবার সাইফুল ইসলাম সভাপতি ও রইচ আহমেদকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মোজাফফর হোসেনকে সভাপতি ও শহিদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে বিদ্রোহী নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।  জানতে চাইলে জেলা কমিটির নতুন সাধারণ সম্পাদক রইচ আহমেদ বলেন, তৃণমূল পর্যায়ে আলোচনা না করে মামলা হামলার শিকার ও ত্যাগী নেতা-কর্মীকে বাদ দিয়ে কমিটি গঠন করায় বিরোধের সৃষ্টি হয়েছিল। আমরা কেন্দ  ঘোষিত আগের কমিটি মেনে নেইনি। ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতাদের অভিনন্দন জানাই। তিনি বলেন, আর কোনো বিরোধ নয়। বিএনপিকে শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে যা যা করার ঐক্যবদ্ধভাবে তা করা হবে। সব বাধা উপেক্ষা করে দলীয় কর্মসূচি সফলভাবে পালন করব।

মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন বলেন, দলে কখনই বিরোধ ছিল না। নতুন কমিটি ভালো হয়েছে।

সর্বশেষ খবর