রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে রাজশাহীতে তিন অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বাঘা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে। তাদের কাছ থেকে একটি দেশি শুটারগান, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ফোন সেট ও তিনটি সিম কার্ড উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব। আটকরা হলেন উপজেলার হেলালপুর গ্রামের আউয়াল আলী (৩৪), গঙ্গারামপুর গ্রামের শহীদুল ইসলাম (৪০) ও কোয়েল মণ্ডল (৩৪)। গতকাল দুপুরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক আউয়াল ও শহীদুল ইসলাম র‌্যাবকে সংবাদ দেন, বাঘার কিশোরপুর গ্রামের জিয়াউর রহমান ওরফে জিয়া (৩৩) নামে এক ব্যক্তির বাড়িতে অস্ত্র আছে। এ তথ্যের ভিত্তিতে আউয়াল ও শহীদুলকে নিয়েই রাতে অভিযানে যায় র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল। সেখানে পৌঁছানোর পর আউয়াল ও শহীদুলের কথাবার্তা ও গতিবিধি র‌্যাব সদস্যদের কাছে সন্দেহজনক মনে হয়। এ সময় আউয়ালকেই তল্লাশি করে র‌্যাব। তখন তার কাছে এক রাউন্ড গুলিসহ একটি শুটারগান পাওয়া যায়। এ সময় তাদের দুজনকে আটক করা হয়।

সর্বশেষ খবর