রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

উৎসে করে আপত্তি বিজিএমইএর

নিজস্ব প্রতিবেদক

উৎসে করে আপত্তি বিজিএমইএর

২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেটে আগামী দুই বছরের জন্য উৎসে কর দিতে আপত্তি জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। নতুন বাজেটে বিজিএমইএ তাদের সদস্য কারখানার জন্য রপ্তানির ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা হিসেবে নগদ আর্থিক সহায়তা চেয়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এতে উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু, সহসভাপতি (অর্থ) মোহাম্মাদ নাসির প্রমুখ। ওই সংবাদ সম্মেলনে প্রচলিত দেড় শতাংশ উৎসে করহার আগামী দুই বছরের জন্য প্রত্যাহার চেয়ে বিজিএমইএ সভাপতি বলেন, করপোরেট করহার ২০ শতাংশের পরিবর্তে কমিয়ে ১০ শতাংশ করা হোক। শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে রাজস্ব নীতিসহ অন্য সব নীতি ও কৌশল আগামী পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখা হোক।

সর্বশেষ খবর