রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

বিএনপির ভিশন নিয়ে ছায়া সংসদে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভিশন-২০৩০ বিষয়ে রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি এই অনুষ্ঠানের আয়োজন করে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, এটি বাস্তবায়ন করতে হলে ক্ষমতায় যেতে হবে। তাই নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া কোনো বিকল্প নেই। তবে ভিশন-২০৩০ আওয়ামী লীগের ভিশন ২০২১-এর অনুকরণ মাত্র। ভিশন-২০৩০ তে মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা কাজ করেছে, তাদের বিচারের কথা থাকা উচিত ছিল।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় নাও যায়, যারা ক্ষমতায় থাকবে তাদের তা বাস্তবায়ন করা উচিত।

সর্বশেষ খবর