রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা

পণ্যের দাম বেশি নিলে কাউকে ছাড় দেওয়া হবে না

মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যেখানেই অনিয়ম,  সেখানেই আইগত ব্যবস্থা। রমজানে ডিএসসিসির ২৯টি কাঁচাবাজারে করপোরেশনের ৮টি মনিটরিং টিম থাকবে। এতে নেতৃত্ব দেবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

গতকাল রাজধানীর হাতিরপুল বাজার পরিদর্শনে এসে মেয়র এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিল্লাল, রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদারসহ ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বেশি দামে পণ্য বিক্রি করায় লিটন স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

ডিএসসিসির নির্বাহী ম্যজিস্ট্রেট মামুন সরদারের ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।

সর্বশেষ খবর