সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

তরুণ সঙ্গীর অপেক্ষায় বর্ষা

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

তরুণ সঙ্গীর অপেক্ষায় বর্ষা

সিংহী বর্ষারানীর প্রতি আকর্ষণ নেই সিংহ রাজার —বাংলাদেশ প্রতিদিন

ভরা যৌবনে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রংপুর চিড়িয়াখানায় এসে সিংহ রাজার সঙ্গী হয়েছিল সিংহী বর্ষারানী। দীর্ঘদিন সঙ্গীহীন জীবনের পর রাজাকে সাথী হিসেবে পেয়ে ভীষণ উত্ফুল্ল হয়ে উঠেছিল বর্ষা। রাজাও বর্ষাকে ছাড়া কিছই বুঝছিল না। উভয়ের মধ্যে আদর সোহাগের মাত্রাও বেড়ে গিয়েছিল। একই খাঁচায় বসবাসের সাড়ে ৯ মাসে তিনবার হিট এসেছিল বর্ষার। কিন্তু গর্ভধারণ করতে পারেনি বর্ষা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, রাজার প্রজনন ক্ষমতা লোপ পাওয়ায় বর্ষা গর্ভধারণ করতে পারছে না। রাজার প্রজনন ক্ষমতা বাড়াতে চিকিৎসা করা হলেও সুফল মিলেনি। তাই বর্ষার বংশ বৃদ্ধির জন্য একটি তরুণ সিংহ সঙ্গী চেয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, বর্ষার বয়স এখন ১২ বছর। আর রাজার বয়স এখন সাড়ে ২৬। চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. জসিম উদ্দিন বলেন, ‘ইন্ডিয়ান লায়ন’ প্রজাতির সিংহ-সিংহীর গড় আয়ু ১৬ থেকে ১৮ বছর। সে অনুযায়ী সিংহ রাজার আয়ুষ্কাল অনেক আগেই ফুরিয়ে গেছে। ফলে রাজার স্বাভাবিক চাঞ্চল্য কমে যাওয়ার পাশাপাশি তার প্রজনন ক্ষমতাও লোপ পেয়েছে। বর্ষা সব সময় সখ্য গড়তে চাইলেও তার প্রতি রাজার কোনো ‘আগ্রহ’ নেই। রাজার প্রজনন ক্ষমতা বাড়াতে কয়েক দফা চিকিৎসা করেও কোনো ফল হয়নি। এখন বর্ষার বংশ বৃদ্ধির জন্য একটি তরুণ সিংহ চেয়ে গত মার্চ ও এপ্রিলে দুদফায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। এ ছাড়া গত ১৬ মে মত্স্য ও প্রাণিসম্পদ সচিব মাকসুদুল হাসান খান চিড়িয়াখানা পরিদর্শনে এলে বিষয়টি তাকেও জানানো হয়। আশা করা হচ্ছে, শিগগিরই একটি তরুণ সিংহ পাওয়া যাবে।.

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর