সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

লাইসেন্সবিহীন চালকদের শাস্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লাইসেন্সবিহীন চালকদের আইনের আওতায় আনা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থাসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক শতাধিক শিক্ষার্থী অবরোধ করে রাখে। এ সময় ব্যস্ত এ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা যায়, গত ২৫ মে চন্দনাইশ উপজেলার কসাইপাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিনা কিবরিয়াসহ সাতজন নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বেশকিছু দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে— তাহমিনা নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় গেট এলাকায় স্পিডব্রেকার স্থাপন, লাইসেন্সবিহীন চালকদের শাস্তির আওতায় আনা। প্রায় এক ঘণ্টার মাথায় শিক্ষকদের অনুরোধে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর