সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামের মত্স্যজীবী স্বরূপ আলী মৃধা হত্যায় তার স্ত্রী মমতাজ বেগম ও স্ত্রীর প্রেমিক কালাম হাওলাদারকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া কালামের ভায়রার ছেলে রাজিবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশালের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে গতকাল বিকালে এ রায় দেন। আদালত সূত্র জানায়, দণ্ডিত মমতাজ বেগম ঝাড়ফুঁকের কাজ করতেন। সেই সুবাদে ভাড়ায়চালিত কালামের মোটরসাইকেলে বিভিন্ন স্থানে যেতেন। এতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরকীয়ার পথের কাঁটা সরাতে ২০১৫ সালের ১১ মার্চ রাতে ঘুমন্ত স্বরূপ আলীকে শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন আসামিরা। এ কাজে মমতাজ ও কালামকে সহযোগিতা করেন কালামের ভায়রার ছেলে রাজিব। এ ঘটনায় নিহতের ভাই আশরাফ আলী পরদিন বন্দর থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২৬ মে মমতাজ, কালাম ও রাজিবকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় এর আগে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর তিন আসামি স্বরূপ আলীকে হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর