শিরোনাম
সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

রাবিতে হলের ডাইনিং বন্ধ, বিপাকে শিক্ষার্থীরা

মর্তুজা নুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন, রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি শুরু হয়েছে শনিবার। তবে খোলা রয়েছে আবাসিক হলগুলো। তবে বিশ্ববিদ্যালয় ছুটির সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছে ডাইনিংগুলো। ফলে সাহরি, ইফতার ও রাতের খাবার নিয়ে বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে গত ২৭ মে থেকে ৩৪ দিনের গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। এখন পর্যন্ত হল বন্ধের ব্যাপারে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে শনিবার হলগুলোর ডাইনিং বন্ধ হয়ে যায়। বন্ধের মধ্যেও মার্কেটিং, ফোকলোর, সমাজকর্ম ও অ্যানিমেল ভেটেরিনারিসহ বেশ কয়েকটি বিভাগের ফাইনাল পরীক্ষা চলছে। এসব বিভাগের শিক্ষার্থী ছাড়াও এক-তৃতীয়াংশ আবাসিক শিক্ষার্থী এখনো হলগুলোতে অবস্থান করছেন। এসব শিক্ষার্থী চরম খাবার সংকটে পড়েছেন বলে জানা গেছে। এদিকে, ডাইনিং বন্ধের পাশাপাশি বেশির ভাগ হলের ক্যান্টিনও বন্ধ করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুর, কাজলা, স্টেশন বাজারের হোটেলগুলোতে বেশি দামে নিম্নমানের খাবার খেতে হচ্ছে শিক্ষার্থীদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর