সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

সব বাসই সিটিং ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক

রমজানের প্রথম দিনে দুপুরের পর থেকে রাজধানীতে ছিল যানবাহন সংকট। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে। এ দুর্ভোগের মূল কারণ হলো হঠাৎ করেই সব বাস হয়ে যায় সিটিং সার্ভিস। সিটিং সার্ভিস, গেট লকের কারণে মাঝপথের কোনো মানুষই বাসে উঠতে পারেন না।

সরকারি-বেসরকারি অফিস ছুটির পর দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী ইফতারের আগে গণপরিবহন পায়নি। যাত্রীদের অভিযোগ, বেশির ভাগ বাস সিটিং হয়ে চলায় তারা উঠতে পারেননি। প্রয়োজনের তুলনায় গণপরিবহনের অভাব ছিল। এ ছাড়া একই সময়ে অফিস ছুটি হওয়ায় দুর্ভোগে পড়েন তারা। রাস্তায় বাড়তি মানুষের চাপ সামলাতে হিমশিম গণপরিবহন। প্রথম রোজায় পরিবার-পরিজন নিয়ে ইফতারে শামিল হতে শত কষ্ট সহ্য করে অনেকে ঘরে ফেরার চেষ্টা করেছেন। রাজধানীর বিভিন্ন রুটের বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভুক্তভোগীরা বলছেন, রমজানের আগে নতুন বাস নামানোর কথা ছিল। কিন্তু এখনো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। এ কারণেই বাড়তি চাপ হচ্ছে। রমজানে অন্তত সকালে ও অফিস ছুটির পরে গণপরিবহনের সিটিং সার্ভিস যেন রাখা না হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর