মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

মিশু হত্যার ১১ বছর পর পাঁচজনের ফাঁসি

আদালত প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব নূর উদ্দিনের ছেলে মহিউদ্দিন মিশু খুনের ১১ বছর পর পাঁচজনকে ফাঁসি দিয়েছে আদালত। এ মামলার অন্য তিন আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। গতকাল ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হুমায়ুন কবির, আবুল কালাম, তরিকুল ইসলাম, ইসহাক ও কালাম। এ ছাড়া হাশেম, রাজা ও বাদশাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। একই সঙ্গে আদালত এ মামলার আরও তিন আসামিকে খালাস দিয়েছে।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০০৬ সালের ১৯ মে পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মিশুকে অপহরণ করে পাবনার আতাইকুলায় নিয়ে পরিবারের কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণের টাকা না পেয়ে পরে তাকে হত্যা করে। এ ঘটনায় ওই বছরের ১৩ জুলাই কাফরুল থানায় হত্যা মামলা করেন মিশুর বাবা নূর উদ্দিন। পরের বছর ৪ এপ্রিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র দেন।

সর্বশেষ খবর