মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

মালয়েশিয়ায় জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি খাবার

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া

মালয়েশিয়ায় জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি খাবার

একই আদলে সুদূর মালয়েশিয়ায়ও বাংলাদেশি ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছেন প্রবাসী বাঙালিরা —বাংলাদেশ প্রতিদিন

মালয়েশিয়ায় দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি ইফতার। রহমত, বরকত, নাজাতের বার্তা নিয়ে মুসলিম বিশ্বের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। আল্লাহর নৈকট্য লাভের আশায় সারা দিন রোজা রেখে পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতারের আনন্দই যেন আলাদা। কিন্তু যারা পবিবার-পরিজনের সুখের খোঁজে নিজ ঘর ছেড়ে আজ পরবাসী, তাদের ইফতার অতীতে আনন্দদায়ক না হলেও বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের কল্যাণে প্রবাসীরাও উপভোগ করছেন ইফতারের আনন্দ। দোকানিদের ব্যস্ততা আর বাহারি সব ইফতার আয়োজন দেখে মনে হতে পারে এই দৃশ্য দেশের ঢাকার। পুরান ঢাকার রাস্তাগুলোয় যেভাবে ঐতিহ্যবাহী ইফতার সাজান ব্যবসায়ীরা, একইভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি সব ঐতিহ্যবাহী ইফতার সাজান প্রবাসীরা। বৈধ অবৈধ মিলিয়ে বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন কয়েক লাখ বাংলাদেশি। রোজার মাসে প্রতিদিনই কুয়ালালামপুরের কোতারায়া, বুকিত বিনতাংসহ প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় বসে ইফতারির বাজার। শুধু প্রবাসীরাই নন, বাংলাদেশি দোকানগুলোয় ভিড় জমায় বিদেশিরাও।

সর্বশেষ খবর