শিরোনাম
মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসাধীন জাবি শিক্ষার্থীকে হাতকড়া ওসিকে তলব

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসাধীন জাবি শিক্ষার্থীকে হাতকড়া ওসিকে তলব

হাসপাতালে হাতকড়া লাগানো জাবির ছাত্র নাজমুল হোসেন —বাংলাদেশ প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী আহত এক শিক্ষার্থীকে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানোর ঘটনার ব্যাখ্যা দিতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছে হাই কোর্ট। আগামী ৩১ মে হাই কোর্টে হাজির হয়ে তাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের হাই কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। ২৬ মে ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান রানা ও মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র আরাফাত নিহত হন। এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রেফতার হয় ৪২ শিক্ষার্থী। আহত হয় অনেকে। পরে ৪২ শিক্ষার্থীর জামিন হয়। আহত এক শিক্ষার্থীকে নিয়ে গতকাল একটি ইংরেজি দৈনিকে ‘হ্যান্ডক্যাফড টু হসপিটাল বেড’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার ও রাজনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হোসেন আহত হওয়ার পর তার বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করে। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। যেখানে হাসপাতালের বেডের সঙ্গে তার একহাতে হ্যান্ডকাফ পরানো হয়েছে। খাওয়ার সময় হ্যান্ডকাফ খুলে দিতে অনুরোধ করলেও পুলিশ তা খুলে দেয়নি। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম রেজাউল করিম ও জ্যোতির্ময় বড়ুয়া। পরে আদালত এ ঘটনার ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট থানার ওসিকে তলব করেছে। পাশাপাশি রুলও জারি করেছে। রুলে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানো কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকার পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর