মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

দলীয় এমপি সেলিমকে শোকজ এরশাদের

নিজস্ব প্রতিবেদক

নিজ দলের প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করায় সেলিম উদ্দিন এমপিকে শোকজ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত শোকজ নোটিসে বলা হয়, আপনি আমার উপদেষ্টা হওয়া সত্ত্বেও আমাকে অথবা দলের মহাসচিবসহ শীর্ষ নেতাদের অবহিত না করে দলের প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে মামলা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এতে প্রতীয়মান হয়, আমার বা আমার দলের প্রতি আপনার (সেলিম) কোনো আস্থা নেই। শোকজ নোটিসে এরশাদ বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪ জুনের  মধ্যে লিখিতভাবে জানাতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে একতরফাভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।  উল্লেখ্য, গত ২৫ মে বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন জাতীয় পার্টি নেতা সেলিম উদ্দিন। এদিকে দলীয় নেতারা জানিয়েছেন, এই দুই নেতার দ্বন্দ্ব এতদিন দলের ভিতরেই সীমাবদ্ধ ছিল। মামলা দায়েরের পর সেটি প্রকাশ্যে চলে এসেছে। এতে সিলেটের নেতারা বিব্রত।

সর্বশেষ খবর