মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত, মগবাজার ও গেন্ডারিয়ায় গতকাল ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। জানা গেছে, সকালে ট্রেনে কাটা পড়েন খিলক্ষেতে জামাল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি। দুপুরে একইভাবে মগবাজারে মৃত্যু হয় অজ্ঞাত (৩০) এক যুবকের। গভীর রাতে গেন্ডারিয়ায় মৃত্যু হয়েছে সমেদ আলী (৫০) নামে এক মুরগি ব্যবসায়ীর। কমলাপুর রেলওয়ে থানার এএসআই রবিউল্লাহ জানান, পায়ে হেঁটে রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ডেমু ট্রেনে কাটা পড়ে জামালের মৃত্যু হয়েছে। জামাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁদলাই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। এসআই শফিকুল ইসলাম জানান, মগবাজার রেলক্রসিং বড় মসজিদের কাছে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।  এ ছাড়া রাত আড়াইটার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনে দুই নম্বর লাইনের পূর্বপাশে ট্রেনে কাটা পড়ে সমেদ আলীর মৃত্যু হয়। সমেদ গাইবান্ধার সুন্দরগঞ্জের মৃত সাহেদ উদ্দিনের ছেলে।

সর্বশেষ খবর