মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

মাঠ কর্মকর্তাদের চিঠি দিল ইসি

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন ও বিধিতে পরিবর্তন আনতে সাতটি বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে মতামত চেয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল ইসির উপ-সচিব মো. আবুল কাসেম স্বাক্ষরিত চিঠি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-১৯৭২, নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮, স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীদের পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা-২০১১, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন-১৯৯১ এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশ-১৯৭৬ (অধ্যাদেশ ১৯৭৬) এর বিষয়ে অধীনস্থদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। আগামী ১৩ জুনের মধ্যে সংশ্লিষ্টদের মতামত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসি।

সর্বশেষ খবর