শিরোনাম
বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

এক পীরের আস্তানায় জঙ্গি হামলার পরিকল্পনা নস্যাৎ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়ী পোস্ট অফিস রোড থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল  মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর তিন জঙ্গি গ্রেফতার হয়েছে।    র‌্যাব-২-এর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল সকাল ৮টার দিকে তাদের   গ্রেফতার করা হয়। এরা রাজধানীতে এক কথিত পীরের আস্তানায় হামলার পরিকল্পনা করেছিল। গ্রেফতারকৃতরা হলো মো. মফিজুল ইসলাম ওরফে তুষার ওরফে তাওহীদ (২৯), মো. রকিবুল ইসলাম ওরফে রকিবুল মোল্লা (২৩) ও মো. ইলিয়াছ আহমেদ (১৯)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়েছে। র‌্যাব বলছে, পীরের আস্তানায় হামলার ব্যাপারে এরা রেকিও করে রেখেছিল। অপেক্ষায় ছিল উচ্চ পর্যায়ের সবুজ সংকেতের। তবে এ পরিকল্পনা বাস্তবায়নের আগেই র‌্যাব-২ এর একটি দল তাদের গ্রেফতার করেছে।  গতকাল দুপুরে র‌্যাব-২ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল ইফতেখারুল মাবুদ গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে আরও বলেন, তারা জেএমবির সক্রিয় সদস্য। বিভিন্ন স্থানে নাশকতার উদ্দেশে বিস্ফোরক দ্রব্য মজুদ করছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর