বৃহস্পতিবার, ১ জুন, ২০১৭ ০০:০০ টা

বিজ্ঞানমনস্কতা সৃজন বিষয়ে রাজধানীতে সেমিনার

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে গতকাল দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাদুঘরের সিনিয়র কিউরেটর মো. বদিয়ার রহমান। সেমিনারের বিষয় ‘বিজ্ঞানমনস্কতা সৃজনে বিজ্ঞান ক্লাব কর্মী ও তরুণ উদ্ভাবকদের অবদান’। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সের প্রকল্প পরিচালক মো. মঞ্জুর রহমান, কিউরেটর (সার্বিক) কাজী হাসিবুদ্দীন আহমেদ, কিউরেটর (একাডেমিক) সুকল্যাণ বাছাড় প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর