শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

রংপুর বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অগ্নিকাণ্ডের পর রংপুর ২০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল দিবাগত রাত ৩টায় আগুন লাগার পর থেকে বিকাল পর্যন্ত কেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি। কবে নাগাদ চালু হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ডিজেল চালিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। রংপুর নগরীর বালাপাড়া রেলগেট এলাকায় অবস্থিত ২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজেদ আলী সরকার জানান, বুধবার দিবাগত রাত ৩টায় লুব্রিকেন্ট সরবরাহ পাইপ ফুটো হওয়ার পর তাতে আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আগুন লাগার পর থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর