শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঔষধ প্রশাসন অধিদফতর। গতকাল সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনায় ভাইরাসজনিত সর্দি, জ্বর, কাশি ও ডায়রিয়ায়ও অ্যান্টিবায়োটিক না খাওয়ার বিষয়টি বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে বুধবার ‘প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করা নিষেধ’ সংক্রান্ত একটি নির্দেশিকা ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করে ওয়াশিংটনভিত্তিক ‘সেন্টার ফর ডিজেজ ডায়নামিক, ইকোনমিক্স অ্যান্ড পলিসির (সিডিডিইপি) সহযোগিতায় ‘গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেসিসট্যান্স পার্টনারশিপ (জিএআরপি) বাংলাদেশ’।

সর্বশেষ খবর