রবিবার, ৪ জুন, ২০১৭ ০০:০০ টা

‘প্যাকেজের চেয়ে হজে খরচ বেড়েছে ৩০ হাজার টাকা’

নিজস্ব প্রতিবেদক

ঘোষিত প্যাকেজ থেকে প্রায় ৩০ হাজার টাকা খরচ বেড়ে গেছে। আর তা হাজীদের থেকে আদায়ের দাবি জানিয়েছেন হজ এজেন্সির মালিকরা। গতকাল রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কথা বলা হয়। এ সময় বক্তব্য রাখেন হেদায়েতুল্লাহ হাদী, মাওলানা সেলিম হাসাইন আজাদী, এইচ এম হানজালা, জুনায়েদ গোলজার, বদিউজ্জামান, জাহাঙ্গীর আলম, আবদুল মালেক ও নেছার উদ্দিন।

বক্তারা বলেন, মক্কা-মদিনায় হাজীদের বাড়ি ভাড়া, মিনায় তাঁবু ভাড়া, সৌদি রিয়াল ও মার্কিন ডলারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় প্যাকেজের চেয়ে খরচ বেড়ে গেছে। হজ প্যাকেজের মূল্যের চেয়ে অতিরিক্ত প্রায় ৩০ হাজার টাকা বেশি খরচ গুনতে হবে এবার হজ মৌসুমে।

সর্বশেষ খবর