সোমবার, ৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ক্যাবল টিভি খাতকে শিল্প ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

ক্যাবল টিভি খাতকে  শিল্প ঘোষণার দাবি

আনোয়ার পারভেজ

সারা বিশ্বের মতো বাংলাদেশেও ক্যাবল টিভিখাতকে দ্রুত শিল্প হিসেবে ঘোষণাসহ আটদফা দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে কোয়াব আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সংগঠন এ বি এম সাইফুল হোসেন, অতিরিক্ত মহাসচিব দ্বীন ইসলাম প্রমুখ। বাজেটে ক্যাবল টিভির ডিজিটালাইজেশন প্রস্তাব প্রসঙ্গে এস এম আনোয়ার পারভেজ বলেন, ২০১৮ সালের জুন মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম মহানগরকে ডিজিটালাইজেশন করা এবং ২০১৯ সালের মধ্যে সারা দেশ ডিজিটালাইজেশন করা কষ্টসাধ্য। তিনি উল্লেখ করেন, ক্যাবল টিভিখাতে কোনো ব্যাংক ঋণ প্রদান করা হয় না। এ জন্য এত দ্রুত ক্যাবলখাত ডিজিটালাইজেশন করা সম্ভব নয়। তিনি টিভি নেটওয়ার্কে ব্যবহূত যন্ত্রপাতির আমদানি নীতিমালা করার দাবি করেন। সংবাদ সম্মেলনে ডিজিটাল ক্যাবল টিভি বাস্তবায়নের জন্য ক্যাবল অপারেটর এবং দর্শকদের জন্য দেশীয় সব টিভি চ্যানেল ও সরকার কর্তৃক অনুমোদিত বিদেশি পে-চ্যানেলের বিজ্ঞাপন প্রচারের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর