বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা

আগামী সপ্তাহেই চালু হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

আগামী সপ্তাহেই চালু হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার

চট্টগ্রাম নগরীতে যানজট মুক্ত রাখতে আগামী সপ্তাহেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আখতারুজ্জামান ফ্লাইওভার। ৫.২ কিলোমিটার দৈর্ঘ্য ফ্লাইওভারটির চারটি লেইনই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে ৬টি র‌্যাম্প নির্মাণের কাজ বাকি রয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চট্টগ্রামবাসীর জন্য ঈদ উপহার হিসেবে আখতারুজ্জামান ফ্লাইওভার পরীক্ষামূলক চালু করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরীক্ষামূলক চালুর পর ফ্লাইওভারটিতে মুরাদপুর ও লালখান বাজার থেকে গাড়িগুলো তুলে দেওয়া হবে। এতে মুরাদপুর মোড়, ষোলশহর দুই নম্বর গেট, জিইসি মোড় ও ওয়াসা মোড়ের যানজট পরিস্থিতির উন্নতি ঘটবে। এসব রাস্তায় বর্তমানে যে পরিমাণ গাড়ি চলাচল করছে তা অনেক কমে যাবে। এতে নগরীর যান চলাচলে গতিশীলতা আসবে বলে তিনি জানান। সিডিএ’র প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বলেন, জিইসি মোড়ে চারটি ও ষোলশহর দুই নম্বর গেটে দুটি র‌্যাম্প নির্মিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর