বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা
পিলখানা হত্যা মামলা

সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনার মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন ও বিভিন্ন  মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের সাজাবৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের তিনটি আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি  জেনারেল মাহবুবে আলম। এর আগে ১৩ এপ্রিল রাষ্ট্রপক্ষ বিলম্বে আপিল করার যথাযথ যুক্তি দেখাতে না পারায় হাই কোর্ট আপিল খারিজ করে। এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দফতরে পিলখানা ট্র্যাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। বিচার শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর রায় হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে সবাই আপিল করলেও রাষ্ট্রপক্ষ তখন করেনি। কিন্তু বিচারের শেষ পর্যায়ে এসে তিনটি আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর