শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করছেন না ব্যবসায়ীরা

উপেক্ষিত প্রশাসনের নির্দেশনা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা প্রশাসন চিনির খুচরা মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ৬৩ টাকা। কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৬৫-৬৮ টাকা। প্রতি কেজি ছোলা ৮০ থেকে ৮৫ টাকা বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকা। অন্যদিকে, দোকানে টাঙানো পণ্যমূল্য তালিকা অনুযায়ীও বিক্রি করা হচ্ছে না। দোকানে তালিকায় প্রতি কেজি আটার দাম লেখা আছে ২২ টাকা, বিক্রি করছে ৩০ টাকা। মসুর ডালের দাম ১১৫ টাকা লেখা থাকলেও বিক্রি করছে ১২৫ টাকা। খেসারি ডালের দাম ৭২ টাকা থাকলেও বিক্রি করা হচ্ছে ৭৫ টাকা। অথচ জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন বাজারে অভিযান পরিচালনা করছেন। কিন্তু এর মধ্যেও ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দাম আদায় করার অভিযোগ আছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পণ্যের মূল্য নির্ধারণ করেছি। অথচ খুচরা ব্যবসায়ীরা তা মানছেন না। এটি যেমন প্রশাসনের নির্দেশনা অমান্য করা, তেমনি প্রতারণা করা হচ্ছে ক্রেতাদের সঙ্গে।’ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী বলেন, ‘অভিযানে দেখা যায় তালিকার সঙ্গে বিক্রয় মূল্যে মিল নাই। ফলে অনেককে জরিমানা ও সতর্ক করা হয়েছে। তবে আমি মনে করি, এ ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যেই মানসিকতার পরিবর্তন আনতে হবে।’ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘প্রশাসনের নির্ধারিত মূল্য এবং টাঙানো মূল্য অনুযায়ী পণ্য বিক্রি না করাটা ক্রেতার সঙ্গে প্রতারণার নামান্তর।’ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই নগরের প্রধান প্রধান বাজারে চলছে সাঁড়াশি অভিযান। রেয়াজুদ্দিন বাজার, বক্সির হাট, কর্ণফুলী বাজার, কাজীর দেউড়ি বাজার, স্টিলমিল বাজার, কামাল বাজার, চকবাজার, কর্নেলহাট, পাহাড়তলী বাজারসহ বেশ কিছু বাজারে অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ খবর