শুক্রবার, ৯ জুন, ২০১৭ ০০:০০ টা

সুপারশপ স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভেজালবিরোধী অভিযানে সুপারশপ স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল নোংরা পরিবেশে খাবার রাখায় সুপারশপ ‘স্বপ্নকে’ এক লাখ টাকা জরিমানা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মোহাম্মদপুরের শাহজাহান রোডে স্বপ্ন আউটলেটে নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিয়র রহমান জানান, তারা কোল্ড স্টোরেজের একটি বাক্সে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণ করেছেন। একই সঙ্গে সেখানে আঙ্গুর, কমলা, আপেল, খেজুর- সব একসঙ্গে সংরক্ষণ করা হয়েছে। সেখানে পচা মাছও রাখা হয়েছিল। এসব কারণে তাদের জরিমানা করা হয়েছে। এদিকে বিএসটিআইর লাইসেন্সবিহীন কসমেটিক বিক্রি করায় রাজধানীর শান্তিনগরের আরও দুটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ঢাকা জেলা প্রশাসন ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিবিএন-৫) যৌথভাবে অভিযান চালায়। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সাইদুর রহমান রুবেল জানান, লাইসেন্স ছাড়া বিভিন্ন কসমেটিক বিক্রি করায় এমইজিং ডিসকাউন্টের বাদশা আলমকে ৬০ হাজার টাকা এবং মাদার্স কেয়ারের মনিরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ খবর