সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

অজ্ঞান পার্টির ১৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ১৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন— মিজানুর রহমান, আলমগীর হোসেন, ইদ্রিস ব্যাপারী, খোকন মোল্লা, আবুল কালাম মিয়া, বাবুল পাটোয়ারী, শাহ আলম শেখ, আবদুল মান্নান, রিপন, শরিফ, হুমায়ুন কবির, আবদুর রহমান, ইউনুস মিয়া, শ্যামল এবং মামুনুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে চেতনানাশক তরল পদার্থ মেশানো খেজুর ও বেশ কিছু চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, গ্রেফতারকৃতরা গণপরিবহনে বিক্রি হওয়া ইফতারে চেতনানাশক মিশিয়ে অচেতন করে মূল্যবান সামগ্রী লুটে নিত। শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত জুরাইন, মৌচাক, মগবাজার এবং ফকিরাপুল থেকে এদের ধরা হয়। রাজধানীবাসী ইফতারের সময় তাড়াহুড়ো করে বাসে ওঠে। তাদের কাছে ইফতারের সঙ্গে চেতনানাশক মেশানো খাবার বিক্রি করে এসব প্রতারক। রোজাদাররা ওইসব খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন। তখন তাদেরই আরেকজন সদস্য ওই ব্যক্তির কাছ থেকে টাকা-পয়সা লুটে নেয়। আমরা বিভিন্ন রুটের বাস মালিক সমিতির সঙ্গে কথা বলেছি যাতে বাসের মধ্যে কোনো হকার খাদ্যদ্রব্য বিক্রি করতে না পারে। যুগ্ম-কমিশনার আরও বলেন, তারা চেতনানাশক ট্যাবলেট বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন ডাবের পানি, খেজুর, চা, কফি ও তরল দ্রব্যের সঙ্গে মিশিয়ে নিজেদের কাছে সংরক্ষণ করে। যাত্রীবেশে গণপরিবহনে হকারবেশে ওঠে। এ ছাড়া বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চটার্মিনালসহ জনসমাগমস্থলে যাত্রী বা পথচারীদের মধ্যে কোনো ব্যক্তিকে টার্গেট করে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে তাদের পূর্বের প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যের সঙ্গে চেতনানাশক ট্যাবলেট মিশ্রিত খাবার টার্গেট করা ব্যক্তিকে কৌশলে খাইয়ে অজ্ঞান করে। পরে তার টাকা-পয়সা ও মূল্যবান দ্রব্য লুট করে পালিয়ে যায়। ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসবের সময় এদের তত্পরতা বৃদ্ধি পায়।

সর্বশেষ খবর