বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার কাউয়ারেখা গ্রামের কিশোরী রোকসানা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার ১৭ বছর পর বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের আসামি স্বপনের উপস্থিতিতে এবং অন্য পাঁচ আসামির অনুপস্থিতিতে গতকাল এ রায় ঘোষণা করেন। রায়ে অপহরণের অপরাধে প্রধান আসামি স্বপন হাওলাদারকে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা; হত্যার অপরাধে তিন আসামি স্বপন হাওলাদার, সমীর হাওলাদার ও গৌরাঙ্গ বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ছাড়া লাশ গুম করার দায়ে তিন আসামির প্রত্যেককে পাঁচ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ট্রাইব্যুনাল সূত্র জানায়, ঘটনার শিকার রোকসানা আক্তারের বাড়ি গৌরনদী উপজেলার কসবায়। ঘটনার কয়েক দিন আগে সে উজিরপুরের কাউয়ারেখা গ্রামে নানাবাড়ি বেড়াতে যায়। ২০০০ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে নানাবাড়িতে অন্যদের সঙ্গে ভিসিআর দেখছিল রোকসানা। একপর্যায়ে তার নিকটাত্মীয় স্বপন তাকে ডেকে বাড়ির পাশে পুকুরপাড়ে নিয়ে যায়। পরে স্বপন এবং তার দুই সহযোগী সমীর ও গৌরাঙ্গ জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে শ্বাসরোধে হত্যা করে তারা। এরপর তার লাশ পাশের অতুল হালদারের বাড়ির টয়লেটের ট্যাংকে ফেলে দেয়। পরদিন সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর অতুল হালদারের বাড়ির টয়লেটের ট্যাংকের ভিতর থেকে রোকসানার লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় একই বছরের ৬ মার্চ রোকসানার বড় ভাই লালন ফকির ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৩ সালের ২৬ জানুয়ারি ছয়জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ট্রাইব্যুনাল ২৫ জনের মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেয়।

সর্বশেষ খবর