শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা

ভ্যাটের প্রভাব নির্বাচনে পড়তে পারে : সানেম

নিজস্ব প্রতিবেদক

দুর্বল প্রস্তুতি নিয়ে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং—সানেম। সংস্থাটি বলেছে, প্রস্তাবিত বাজেটে সব পণ্যে ১৫ শতাংশ ভ্যাটের কারণে অন্যায্যভাবে  নিত্য ভোগ্যপণ্যের দাম বাড়লে নির্বাচনে প্রভাব পড়তে পারে। গতকাল রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে সানেম আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংগঠনটির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান। ব্যাংকে আবগারি শুল্ককর আরোপেরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ব্যক্তি খাতের বিনিয়োগ উৎসাহিত করতে করপোরেট কর সহনীয় পর্যায়ে নিয়ে আসার দরকার ছিল। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ নিয়ে কোনো রোডম্যাপ দেখছি না। রাজনৈতিক, অবকাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার কারণে বাংলাদেশের ব্যক্তি খাতে বিনিয়োগ হচ্ছে না।

সর্বশেষ খবর