মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

ওসিসহ ৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত। শিক্ষার্থীকে আটকের পর নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলা গ্রহণ করে আদালত এই আদেশ দিয়েছে। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এই আদেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আজিজুল কবির।

আদালত সূত্রে জানা যায়, গত ১৮ মে চট্টগ্রাম কলেজের ছাত্র আনোয়ার হোসেনকে আটকের পর পুলিশ তাকে নির্যাতন করে অভিযোগ এনে আদালতে মামলা করেন। আদালত চট্টগ্রামের সিভিল সার্জনকে নির্যাতিত শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করানোর আদেশ দেয়। অভিযুক্তরা হলেন লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান, থানার এএসআই মো. ফখরুল ইসলাম, মো. হেলাল খান, মোরশেদ আলম, সোলাইমান পাটোয়ারী ও মো. রুবেল। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ মে এএসআই মো. ফখরুল ইসলামসহ কয়েকজন সাদা পোশাকে কলেজছাত্র আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে তারা আনোয়ারের বড় ভাই হারুনকে খোঁজ করেন।

সর্বশেষ খবর