মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

রাজশাহীতে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খবার তৈরির অভিযোগে ৭ প্রতিষ্ঠানকে তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর বিসিক শিল্প এলাকায় এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী এবং রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ডিবি পুলিশের এসআই আমিনুল ইসলাম জানান, অভিযানকালে পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা, জীবন কেমিক্যাল অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজকে ১ লাখ টাকা, বিশাল ফুডকে ৫০ হাজার টাকা, নূর বেকারিকে ৫০ হাজার টাকা, শাহী সেমাইকে ৩০ হাজার টাকা, ক্লু বেকারিকে ২০ হাজার টাকা এবং মডার্ন ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর