মঙ্গলবার, ২০ জুন, ২০১৭ ০০:০০ টা

উদ্ধার হলেও হেলিকপ্টার কোম্পানির কাছে জিম্মি মুসা ইব্রাহীম

প্রতিদিন ডেস্ক

ইন্দোনেশিয়ার মাউন্ট কারস্টেনজ পর্বতশৃঙ্গের বেস ক্যাম্প থেকে বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সোয়া ৬টার পর একটি হেলিকপ্টারে করে তাদের পাপুয়া প্রদেশের তিমিকা বিমানবন্দরে উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে উদ্ধার হলেও হেলিকপ্টারের ভাড়া নিয়ে নতুন করে ঝামেলায় পড়েছেন বলে গতকাল দুপুরে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন পর্বতারোহী মুসা। স্থানীয় উদ্ধারকারী হেলিকপ্টার কোম্পানি এশিয়াওয়ানের দাবি অনুযায়ী ভাড়াবাবদ ১১ হাজার ডলার না দিতে পারায়  তাদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে  বলে পোস্টে দাবি করেন তিনি। গতকাল ভোর ৫টা ২৩ মিনিটে এশিয়াওয়ানের একটি হেলিকপ্টার কারস্টেনজ পিরামিড পর্বতের বেস ক্যাম্পে পৌঁছায়। সেখান থেকে তাদের তিমিকা বিমানবন্দরে নিয়ে আসা হয়। আটকে পড়া এই তিন অভিযাত্রীকে উদ্ধার তত্পরতায় কাজ করে আসিয়ান দফতর এবং ইন্দোনেশিয়ার বাংলাদেশ ও ভারতীয় দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ উদ্ধারকাজ তদারকি করেন। গতকাল ভোর ৫টা ৪৪ মিনিটে ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মুসা ইব্রাহীমসহ তিন অভিযাত্রীকে উদ্ধারের বিষয়ে একটি পোস্ট দেন। তিমিকা এয়ারপোর্টে পৌঁছার পর মুসাও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লিখেন, ‘মাত্রই তিমিকা এয়ারপোর্টে পৌঁছালাম। আল্লাহ মহান। আমরা নিরাপদে ফিরে এসেছি। দেখা হবে ইনশাল্লাহ।’ মুসার অন্য সহ-অভিযাত্রীরা হলেন ভারতের এভারেস্টজয়ী দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা চন্দ্র শেখর। গতকাল মধ্যরাতে প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী হেলিকপ্টার কোম্পানির সঙ্গে ভাড়া নিয়ে জটিলতার অবসান হয়েছে কিনা জানা যায়নি। উল্লেখ্য, ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কারস্টেনজ পিরামিড থেকে ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে এর বেস ক্যাম্পে আটকা পড়েছিলেন মুসা ও অন্য অভিযাত্রীরা। খাবার শেষ হয়ে যাওয়ায় এবং পর্বতারোহী নন্দিতা অসুস্থ হয়ে পড়ায় হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর