বুধবার, ২১ জুন, ২০১৭ ০০:০০ টা

বাজেটে উচ্চ প্রবৃদ্ধির সুস্পষ্ট নির্দেশ নেই : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই বলে মনে করে বিশ্বব্যাংক। সংস্থাটি বলেছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজেটের লক্ষ্য অর্জনে যে ধরনের সংস্কার বা পদক্ষেপ দরকার ছিল প্রস্তাবিত বাজেটে তা উল্লেখ করা হয়নি। অনেক লক্ষ্যমাত্রাই আশার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। বাস্তবতার সঙ্গে অনেক কিছুরই মিল নেই। এখানে অনেক আশার কথা শোনানো হয়েছে। কিন্তু আশ্বাসের মাত্রা খুবই কম। গতকাল বিশ্বব্যাংক ঢাকা অফিসের আয়োজনে প্রস্তাবিত বাজেট বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, বিশ্বব্যাংকের মুখ্য (লিড) অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।

সর্বশেষ খবর