বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

কওমিতে পাসের হার ৭৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৪০তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৭৪ দশমিক ৯৩ শতাংশ। গতকাল দুপুরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় দফতর যাত্রাবাড়ীর কাজলায় বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় বেফাকের সহকারী মহাসচিব মাহফুজুল হক, মহাপরিচালক হযরত মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ, মুহাম্মাদ রফিকুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যে আশরাফ আলী বলেন, কওমি মাদ্রাসার পরীক্ষার্থীরা ফলাফলে সফলতার নজির স্থাপন করেছে। এরাই যোগ্য আলেম হয়ে জাতির সামনে ইসলামের বাণী তুলে ধরবে। মোট ৮৯ হাজার ৭৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৭ হাজার ৯৫০ জন। ছাত্রদের পাসের হার ৮০ দশমিক ১৫ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক ৭২ শতাংশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর