বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে : আমু

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে : আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশে জঙ্গি কার্যক্রম অনেক কমে এসেছে। বাংলাদেশ যেভাবে জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে এনেছে, তা বিশ্বে বিরল। গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।  বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন,  বৈঠকে লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। লাইসেন্সবিহীন মোটরসাইকেল দিয়ে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়। লাইসেন্স না থাকায় অপরাধীদের ধরাও যায় না। তাই আজকের বৈঠকে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠক শুরু হয়।

সর্বশেষ খবর