শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

সিরাজুল ইসলাম চৌধুরীর ৮২তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

সিরাজুল ইসলাম চৌধুরীর ৮২তম জন্মদিন আজ

প্রখ্যাত শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৮২তম জন্মদিন আজ। সিরাজুল ইসলাম চৌধুরী একাধারে একজন লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক। দীর্ঘকাল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি  ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নয় বছর কোষাধ্যক্ষ ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে দুবার উপাচার্য পদে মনোনয়নও তিনি পেয়েছিলেন। সিরাজুল ইসলাম ১৯৩৬ সালের ২৩ জুন মুন্সীগঞ্জের বাড়ৈখালীতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাফিজ উদ্দিন চৌধুরী, মা আসিয়া খাতুন। স্বাধীনতা-উত্তর বাংলা প্রবন্ধ সাহিত্য যাদের নিরলস অবদানে সমৃদ্ধ তিনি তাদের অন্যতম। ১৯৮০-এর দশকে জনপ্রিয় কলাম ‘গাছপাথর’-এর লেখক তিনি। ‘নতুন দিগন্ত’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তিনি। গুণী এই ব্যক্তির জন্মদিন উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে আজ বিকাল ৫টায় এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে মিলনমেলায় প্রথিতযশা এই অধ্যাপকের অনুসারী, শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষকতা আর লেখা এই ছিল অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ধ্যানজ্ঞান।

এ পর্যন্ত তার ৯০টির অধিক পুস্তক প্রকাশিত হয়েছে। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : লেখক সংঘ পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, আবদুর রহমান চৌধুরী পদক, ঢাকা বিশ্ববিদ্যালয়, লেখিকা সংঘ পদক, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, অলক্ত সাহিত্য পুরস্কার, একুশে পদক, আবদুর রউফ চৌধুরী পুরস্কার, ঋষিজ পদক ইত্যাদি।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সাম্যবাদী রাজনৈতিক দর্শনের অবস্থানে অবিচল ও অনড়।

সর্বশেষ খবর