শুক্রবার, ২৩ জুন, ২০১৭ ০০:০০ টা

সংসদে অর্থমন্ত্রীর প্রশংসা তবু শুল্ক প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক আমানতে আবগারি শুল্ক ও ভ্যাট বাড়ানো বা সঞ্চয়পত্রের সুদ কমানোর দাবি অব্যাহত রেখেই ঈদ ছুটি শুরু হওয়ার আগে পাল্টে গেল বাজেট আলোচনার চিত্র। অর্থমন্ত্রীর সমালোচনা করে নয়, প্রশংসা করেই দাবিগুলো বহাল রাখা হলো সংসদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রবীণ রাজনীতিবিদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল প্রশংসিত হলেন সংসদে। প্রবীণ আওয়ামী লীগ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং জাসদ নেতা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল অর্থমন্ত্রীর বাজেট প্রণয়নে সফলতার প্রশংসা করেন। একই সঙ্গে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যদের অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ও বয়স নিয়ে কটাক্ষের নিন্দা করেন তারা। বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার মতো একটি সফল বাজেট প্রণয়নের জন্য অর্থমন্ত্রীর প্রশংসা করেন আমির হোসেন আমু। তিনি বলেন, ‘আওয়ামী লীগের জনগণের পালস্ বোঝার ক্ষমতা রয়েছে। একটা বাজেট পেশ করা হয়েছে। বাজেটের ভিতর ভালো-খারাপ থাকতে পারে। সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। সেই আলোচনা আমরা করছি। কিন্তু বাজেটে ভালো দিকের কথা না বলে অর্থমন্ত্রীকে ব্যক্তিগতভাবে কটাক্ষ করে বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক।’ মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রস্তাবিত বাজেট বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। বাজেট নিয়ে সংসদে আলোচনা-সমালোচনা কম হয়নি। এতে প্রমাণ করে এই সংসদ স্বতঃস্ফূর্ত। তবে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কথা বলা ঠিক হয়নি। সম্মানিত লোকের সম্মান রেখে কথা বলতে হবে।’ আগের দিন এমন বক্তব্য দেওয়া শুরু করেছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জাতীয় সংসদে গতকাল ঈদের ছুটির আগের শেষ কর্মদিবসে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় এমপিরা এসব কথা বলেন। ক্রমান্বয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে বাজেট আলোচনায় আরও অংশ নেন পাট ও বস্ত্রমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সরকারি দলের জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ হুমায়ুন, মোর্শেদ আলম, আখতার জাহান, রহিম উল্লাহ, আবু রেজা মোহাম্মদ নিজামউদ্দিন, আয়েশা ফেরদৌস, বেগম শামসুন্নাহার, ওয়ার্কার্স পার্টির বেগম হাজেরা খাতুন, জাসদের রেজাউল করিম তানসেন ও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। আলোচনা শেষে সংসদ অধিবেশন ২৮ জুন বিকাল ৪টা পর্যন্ত মুলতবি করা হয়।

মওদুদ চাইলে খাট পাঠাবেন নাসিম : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল সংসদে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী মওদুদ আহমদের জন্য খাট পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, উনার (মওদুদ) নাকি খাট নাই। চাইলে খাট পাঠিয়ে দেব। মওদুদ আহমদ অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। তার লজ্জা হওয়া উচিত। এখন আবার তিনি নাটক করছেন।

সর্বশেষ খবর