রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদ ছুটি নিরাপত্তা নিয়ে পুলিশের ‘মহাপরিকল্পনা’

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

ঈদের সময় ফাঁকা নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তার ‘মহাপরিকল্পনা’ গ্রহণ করেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। ব্যাংক-বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিশ্চিদ্র নিরাপত্তার জন্যও নেওয়া হয়েছে আলাদা পরিকল্পনা। একইভাবে বাসা-বাড়ির থেকে চুরি ঠেকাতেও সাজানো হয়েছে পরিকল্পনা। নগর পুলিশের পাশাপাশি জেলা পুলিশও ঈদকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিয়েছে। সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, এবার ঈদের আগে, ঈদের দিন এবং ঈদ পরবর্তী দিনকে তিন ভাগে বিভক্ত করে নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে। এরই মধ্যে পরিকল্পনা মতো কাজ শুরু করেছে পুলিশ। কমিশনার বলেন— ঈদের ছুটিতে ফাঁকা বাসা বাড়িতে চুরি ঠেকানোকে অগ্রধিকার দেওয়া হচ্ছে। চুরি ঠেকাতে ঈদে ছুটির দিনগুলোতে আবাসিক এলাকায় টহল ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ বলেন, ঈদকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন স্পটে নিয়োজিত থাকবে ৭২৮ জন পুলিশ সদস্য। জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, ৬০ বর্গ মাইলের এ নগরীতে বর্তমানে বসবাস প্রায় ৬০ লাখ লোকের। যাদের অর্ধেকেরও বেশি অস্থায়ী। প্রতিবছর ঈদে আপনজনদের সঙ্গে আনন্দ উপভোগ করতে নগর ছাড়ে অর্ধেকের অধিক। বিগত সময়ে ঈদ ছুটির সময় চুরির ঘটনা বেড়ে যায় ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। এ সময় আবাসিক এলাকায় গ্রিলকাটা চোর এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যায়। বিগত সময়ের অভিজ্ঞতা থেকে এবার আগে থেকেই নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে নগর পুলিশ। একই সঙ্গে নিজ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।  জেলা পুলিশ জানায়— ঈদকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। ঈদ জামাত এবং বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে পরিকল্পনা। ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। ঈদে সার্বিক নিরাপত্তার জন্য ৭ অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব নিয়োজিত থাকবে অতিরিক্ত ৭২৮ পুলিশ সদস্য।  জেলার ১০২২টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সর্বশেষ খবর