রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

অজ্ঞান পার্টির খপ্পরে ৯ যাত্রী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকা থেকে বরিশালগামী ৩টি লঞ্চে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ৯ যাত্রীকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির সদস্যরা ওই ৯ যাত্রীর নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে জানা গেছে। গতকাল ভোরে ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে নোঙর করা এমভি কীর্তনখোলা, এমভি সুন্দরবন ও এমভি পারাবত কোম্পানির ৩টি লঞ্চ থেকে তাদের উদ্ধার করা হয়। এরা হলো নলছিটির সেলিম খান, পটুয়াখালীর বাউফলের আনসার উদ্দিন, নলছিটির রাজীব, রাজবাড়ীর মকবুল, বরিশালের শায়েস্তাবাদের সোহেল, বানারীপাড়ার মো. মনির, মঠবাড়িয়ার সনিম, মনির এবং বাকেরগঞ্জের শুভ। লঞ্চের কর্মচারীরা জানান, ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে প্রতিটি লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্যরা ডেক যাত্রীদের সঙ্গে মিশে কৌশলে তাদের অজ্ঞান করে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। গতকাল লঞ্চগুলো বরিশাল নদী বন্দরে নোঙর করার পর সব যাত্রী নেমে গেলেও ওই তিন লঞ্চের ৯ যাত্রী অচেতন অবস্থায় পড়ে থাকেন। তখন নদী বন্দরে থাকা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়। তারা তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ সময় ওই ৯ যাত্রীর সঙ্গে কিছুই ছিল না। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে থাকা টাকাসহ মূল্যবান মালামাল অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত পাল জানান, অসুস্থরা দু-একদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। বরিশাল নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার ভোররাত থেকে গতকাল ভোর রাত পর্যন্ত বরিশাল নদী বন্দরে আসা লঞ্চ থেকে অজ্ঞান অবস্থায় ১২ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর