রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গ্রিনরোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সেখানে চিকিৎসাধীন ১৮ দিনের এক নবজাতকের মৃত্যু হলে রোগীর স্বজনদের সঙ্গে হাতাহাতি হয় হাসপাতাল কর্তৃপক্ষের। স্বজনদের অভিযোগ, নবজাতকটি জন্ডিসে আক্রান্ত হলে তাকে ১১ জুন এ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দুই দিন পর তাকে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে লাইফ সাপোর্ট দেওয়া হলে শুক্রবার তা খুলে ফেলা হয়। এ অবস্থায় গতকাল সকালে শিশুটির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নবজাতকটির মৃত্যুর খবরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর স্বজনদের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিক্ষুদ্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ মোতায়েন করা হয়। সেন্ট্রাল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) দায়িত্বে থাকা অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ও বিএসএমএমইউয়ের শিশু কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাখাওয়াত আলম জানান, নবজাতকটিকে যখন ভর্তি করা হয় তখন তার রক্তে বিলিরুবিনের মাত্রা ছিল ১৭-১৮। নাজুক শারীরিক অবস্থার কারণে তাকে এনআইসিইউতে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখতে হয়েছিল তিন-চার দিন। শিশুটির রক্তে ইনফেকশন ছিল, যা অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি।

সর্বশেষ খবর