রবিবার, ২৫ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই : ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। তবে ঈদের জামাতে তল্লাশি ছাড়া কোনো মুসল্লিকে জাতীয় ঈদগাহে ঢুকতে দেওয়া হবে না। ঈদগাহ ময়দানের এক কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা আর্চওয়ে ও পুলিশ চৌকি থাকবে। গতকাল সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমের আশপাশ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি জাতীয় ঈদগাহ এলাকায় পুলিশ কন্ট্রোল রুম নির্মাণ করা হয়েছে। এখান থেকে মুসল্লি বা ঈদগাহের আশপাশে চলাফেরা করা লোকজনকে নজরদারি করা হবে। নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহে কোনো ব্যাগ, অস্ত্র, আতশবাজির জিনিসপত্র আনা যাবে না। শুধু জায়নামাজ নিয়ে আসতে হবে। এ ছাড়া ঈদগাহের আশপাশে কোনো প্রাইভেট কার, মাইক্রোবাস বা মোটরসাইকেল রাখা যাবে না। গাড়ি রাখার জন্য ডিএমপির পক্ষ থেকে আলাদা পার্কিং ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘রাজধানীতে ছোট-বড় ৫০০ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যেসব এলাকায় ঈদের জামাত আয়োজন করা হয়েছে, সেসবের আয়োজকদের সঙ্গে আমরা মিটিং করেছি। পুলিশের পাশাপাশি আয়োজকরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন।’ জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। গত ঈদুল ফিতরের আগে হলি আর্টিজান ও শোলাকিয়া ঈদগাহে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এবারও মুসল্লিদের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কা থাকছে কিনা— জানতে চাইলে ডিএমপি-প্রধান বলেন, ঈদকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই।

গত বছর গুলশান হামলার পর জঙ্গি দমনে গোয়েন্দা পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত টিম মাঠে কাজ করছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবুও গুলশান ও শোলাকিয়া হামলার বিষয় মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর