বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বগুড়ার দ্বিতীয় শিল্পনগরী হচ্ছে সাবগ্রামে

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় বিসিক শিল্পনগরীতে প্লট সংকট মোকাবিলায় দ্বিতীয় শিল্পনগরীর প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় শিল্পনগরীর জায়গা নির্ধারণের জন্য পরিদর্শন শেষে একটি প্রাথমিক প্রস্তাবনা পাঠানো হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনে। বগুড়া জেলা প্রশাসন, চেম্বার ও বগুড়া বিসিকসহ বেশ কিছু ব্যবসায়ী প্রতিনিধির সুপারিশের ভিত্তিতে ২০১৬ সালের জুলাই মাসে সার্ভে করা হয়। ওই প্রতিনিধি দল দ্বিতীয় শিল্পনগরীর জন্য বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় ৩০০ একর জমি পরিদর্শন করে। পরিদর্শন শেষে প্রাথমিক প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে।

জানা যায়, শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়ায় পঞ্চাশের দশকে প্রতিষ্ঠিত সব ভারী শিল্প বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সত্তরের দশকে জেলায় মাঝারি ও ক্ষুদ্র শিল্প স্থাপনে ব্যাপক সাড়া পড়ে। ১৯৬৪ সালে শহরের ফুলবাড়ি এলাকায় সাড়ে ১৪ একর জমির ওপর গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। দেশ স্বাধীনতার পরপরই শেষ হয়ে যায় প্লটগুলো। প্রস্তাবনা মতে বগুড়া বিসিকের কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধি ও জেলা প্রশাসকের প্রতিনিধি সমন্বয়ে বগুড়া শহরের সাবগ্রাম, বুজরুকবাড়িয়া, রবিবাড়িয়া, চকমিথুন মৌজায় ৩০০ একর জমির জন্য সার্ভে করা হয়। এই সার্ভে শেষে একটি প্রস্তাবনা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে পাঠায়। প্রস্তাবনায় বলা হয়েছে এবং জমি পাওয়া গেলে পেপারমিল, ঢালাই কারখানা, অটোরাইস বা ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর