শনিবার, ১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আজ-কালও বাড়বে ট্রেনে যাত্রীদের চাপ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

টানা ঈদের ছুটির পর ট্রেন যাত্রীদের বেশি চাপ না থাকলেও আজ ও রবিবার দ্বিগুণ যাত্রী নিয়েই ট্রেন চলাচল করবে। ছুটি শেষে ঢাকাসহ চট্টগ্রামের বাইরে স্ব স্ব কর্মস্থলে যোগদানের জন্য এবং চাকুরিজীবী ছাড়াও ব্যবসায়ী ও বিভিন্ন স্থানে বসবাসরত সবাই মূলত আজ এবং কাল চট্টগ্রাম ছাড়ছেন। এতে আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনগুলোতে দ্বিগুণ যাত্রী হতে পারে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৬-১৮টি ট্রেন চলাচল করে আসছে। এবারের রমজানের ঈদকে সামনে রেখে পূর্বাঞ্চলসহ সারা দেশে সুষ্ঠু ও সুন্দরভাবে টিকিট বিক্রয় ও মনিটরিং করার জন্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক এমপিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া রয়েছে এবং ঈদের ছুটিতে ট্রেন যাত্রীরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভ্রমণ করতে পেরেছে সাধারণ যাত্রীরা। পাশাপাশি ঈদের স্পেশাল ট্রেনসহ চলাচলরত ট্রেনগুলোতে প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার যাত্রী পরিবহণ করেছে রেলওয়ে। 

পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) সরদার শাহদাত আলী বলেন, আজ ও কাল ট্রেন যাত্রী বাড়বে। ঈদের বন্ধের শেষ সময়ে স্ব স্ব কর্মস্থলসহ নিজ নিজ প্রতিষ্ঠানে যোগদানের জন্য চট্টগ্রাম ছাড়বে। এতে সাধারণ আসনের পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে। কালোবাজারিসহ অনিয়ম রোধে বসানো হয়েছে সিসি টিভি ক্যামেরাও। এতে ট্রেনের যাত্রীদের সুবিধা ও কঠোর নিরাপত্তার মাধ্যমে ট্রেন যাত্রী পরিবহনসহ বিভিন্ন বিষয়ে সতর্ক থাকতে রেলপথ মন্ত্রীর নির্দেশনা রয়েছে। তবে ঈদের ছুটিতে যেমনি কোনো প্রকার অসুবিধা হয়নি, ঠিক তেমনি আজ-কালও যাত্রীদের অসুবিধা হবে না বলে জানান তিনি। একই কথা বললেন চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মিজানুর রহমান।

সর্বশেষ খবর