রবিবার, ২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে চিটাগাং চেম্বারের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভ্যাট আইন দুই বছরের জন্য স্থগিত ও আমানতের ওপর আবগারি শুল্ক পুনর্বিন্যাস করে অর্থবিল পাস করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার সভাপতি বলেন, সব পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাবিত ভ্যাট আইন ২০১২ স্থগিতের মাধ্যমে ব্যবসায়ী সমাজ ও ভোক্তাসাধারণের যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটেছে। এতে সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে। দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হবে। একই সঙ্গে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক কমিয়ে পুনর্বিন্যাস করার ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের মাঝে আশঙ্কার অবসান হয়েছে। সার্বিক প্রেক্ষাপটে পাস বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর