সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাঁচ আইনজীবীকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বেঞ্চ অফিসারকে মারধরের অভিযোগে পাঁচ আইনজীবীর মধ্যে দুজনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালত আইনজীবী নূরে আলম উজ্জ্বল ও লিজেন পাটোয়ারীকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। এছাড়া ওই দুজনসহ আইনজীবী বি এম সুলতান মাহমুদ, মতিলাল বেপারি ও মোহাম্মদ আলীকে ১০ জুলাই লিখিত জবাব দিতে বলা হয়েছে। আইনজীবীদের পক্ষে শুনানি করেন শ ম রেজাউল করিম, বদরুদ্দোজা বাদল। বেঞ্চ অফিসারকে মারধরের অভিযোগে ১৯ জুন একটি রুল জারি করে ওই পাঁচ আইনজীবীকে আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়।

সর্বশেষ খবর