বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক

অভিযোগ গঠন বাতিলের আবেদন খারিজ

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই এম এ মতিনের আবেদন খারিজ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. শওকত হোসেন এবং বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ। গাজী মো. মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, তাবেলা হত্যা মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে আবেদন করা হয়েছিল। সে আবেদন খারিজ হয়েছে। ফলে মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই। ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাবেলা সিজার। নেদারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইসিসিওবিডি কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটির’ প্রকল্প ব্যবস্থাপক হিসেবে তিনি এদেশে কর্মরত ছিলেন। ঘটনার পরদিন আইসিসিও বিডির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। ২৫ অক্টোবর বিএনপি নেতা এম এ কাইয়ুম ও তার ভাই এম এ মতিনসহ সাতজনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।

সর্বশেষ খবর