বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালত নিয়ে স্থগিতাদেশের মেয়াদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় আরও দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের শুনানি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। শুনানি দুই সপ্তাহ মুলতবি হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম।

নির্বাহী ম্যাজিস্ট্রের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগ। ২১ মে আপিল বিভাগ ওই আদেশ দেয়। এর আগে ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আইনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে হাই কোর্ট।

সর্বশেষ খবর