শিরোনাম
বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা সুব্রত সেনগুপ্ত আর নেই

সাংস্কৃতিক প্রতিবেদক

অগণিত ভক্ত ও সুহৃদকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা সুব্রত সেনগুপ্ত। গতকাল ভোর সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে পোস্তগোলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী জলি সেনগুপ্ত এবং দুই ছেলে শুভদীপ সেনগুপ্ত ও সঙ্গীত সেনগুপ্তকে রেখে গেছেন। সুব্রত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি দীর্ঘদিন ধরে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার ও ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন। এ ছাড়া নানা সমস্যায় ভুগছিলেন। এর আগে গত ৬ মে হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান জলি সেনগুপ্ত। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল।

সর্বশেষ খবর