শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিদ্যুতের লোকসানে ১৬ ত্রুটি চিহ্নিত

সংসদীয় কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের লোকসানে ১৬ ত্রুটি চিহ্নিত

বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি তেল নিয়ে গতকাল দুটি সংসদীয় কমিটির বৈঠক হয়েছে। এর মধ্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিদ্যুৎ ব্যবস্থাপনায় লোকসানের জন্য ১৬ ত্রুটি নিয়ে আলোচনা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির আরেক বৈঠকে বিদ্যুৎসহ সংশ্লিষ্ট সেক্টরের সমস্যা নিরসনের তাগিদ দেওয়া হয়। সংসদ ভবনে গতকাল বিকালে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬৭তম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে এ বৈঠকে বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে লোকসান কমানোর লক্ষ্যে প্রযুক্তিগত ত্রুটি হ্রাস করতে গৃহীত প্রকল্পে সরকারের নিরীক্ষা (পারফরমেন্স অডিট) প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। প্রতিবেদনে ১৬টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে প্রধান ত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর ও বরিশাল শহর বিদ্যুৎ বিতরণ এলাকায় সিস্টেম লস হ্রাস না পাওয়ার বিষয়। কমিটি সিস্টেম লসের কারিগরি ও অকারিগরি লস বিভাজনের হিসাব পরিমাপ করার সক্ষমতা অর্জনের সুপারিশ করেছে। পাশাপাশি সিস্টেম লস কমাতে ভাসমান এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে বিদ্যুৎ সংযোগ বৈধ করার উদ্যোগ নেওয়ারও সুপারিশ করেছে। সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে বিল ভাউচার ছাড়া প্রকল্পের ব্যাংক হিসাব থেকে প্রায় ৫৯ কোটি টাকা তোলার অভিযোগ আমলে নিয়ে আত্মসাত্কৃত অর্থ দ্রুত আদায়েরও সুপারিশ করেছে। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সমস্যা নিরসন এবং জ্বালানি তেলে উচ্চমাত্রার সিসাযুক্ত ‘কনডেনসেট’ বা অপরিশোধিত তেল মেশানো রোধে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি এলএনজি আমদানির মূল্য নির্ধারণে স্থায়ী নীতিমালা ও পদ্ধতি নির্ধারণের সুপারিশ হয়। বৈঠকে কমিটির সদস্যরা অভিযোগ করেন, পেট্রল পাম্প মালিকরা অধিক মুনাফার আশায় পেট্রল ও অকটেনের সঙ্গে কনডেনসেট মিশিয়ে বিক্রি করছেন।

সর্বশেষ খবর