শুক্রবার, ৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কেউ নেই

---------- এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন সর্বক্ষেত্রেই বিপর্যয় চলছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিন খুন-গুমের ঘটনা ঘটেই যাচ্ছে। দুর্ঘটনা-প্রাকৃতিক দুর্যোগে মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। রাজনৈতিক দলগুলো নিজেদের নিয়ে ব্যস্ত। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে যশোরের ইসলামী ঐক্যজোটের নেতা হাকীম ফিরোজ শাহের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফিরোজ শাহ তার ৮৭ জন অনুসারী ও দলীয় কর্মী নিয়ে এরশাদের হাতে ফুল দিয়ে জাপায় যোগদান করেন। জাপা প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় সমন্বয়কারী সুনীল শুভ রায়ের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার প্রমুখ। আশরাফ সিদ্দিকীকে দেখতে হাসপাতালে এরশাদ : গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকীকে দেখতে আসেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সর্বশেষ খবর